ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

বাল্যবিয়ে ও নির্যাতনের প্রতিবাদে কিশোরীর সংবাদ সম্মেলন

বাল্যবিয়ের চেষ্টা ও শারীরিক এবং মানসিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইশরাত জাহান ঐর্শী (১৫) নামের এক কিশোরী। রোববার (২৩ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে লিখিত বক্তব্য দেন ইশরাত জাহান ঐর্শী। ঐর্শী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই দক্ষিণ নাজীর পাড়ার মৃত বেলায়েত হোসেনের মেয়ে। লিখিত বক্তব্যে ঐর্শী বলেন, আমি বাবার প্রথম ঘরের বড় সন্তান। মা, বাবাকে তালাক দেওয়ার পর আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন। পরের ঘরে আমার দুজন সৎ বোন রয়েছে। আমরা তিনবোন মিলে সৎ মায়ের সংসারে পড়ালেখা করে শান্তি পূর্ণভাবে জীবন-যাপন করে আসছি। এদিকে গতবছরের ২০২০ সালের নভেম্বরে আমার বাবা মৃত্যুবরণ করেন। এরপর আমরা তিন বোন চাচার ওপর নির্ভরশীল হয়ে পড়ি। আমার চাচা আদিল খান গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আমাদের সম্পত্তি, টাকা পয়সা ও ব্যবসা বাণিজ্য আমার উক্ত চাচার হেফাজতে রয়েছে। কয়েক মাস ধরে আমার চাচা এবং দাদী আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি একজন স্কুল পড়ুয়া নাবালিকা মেয়ে। জীবন গড়ার উপযুক্ত সময়ে পড়ালেখা বাদ দিয়ে কোন ক্রমে আমি বাল্য বিয়েতে রাজি না। তারা আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য আমার ফুফাতো ভাই সুমন হোসাইনের সাথে জোড় পূর্বক বিয়ে দেওয়ার পায়তারা করছে। এদের অত্যাচারে আমি মামার বাড়িতে পালিয়ে যাই। এই মূহুর্তে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। সংবাদ সম্মেলনে কিশোরী তার নিরাপত্তা দাবী জানিয়ে বাল্যবিবাহ থেকে মুক্তি পেতে চায়। 

ads

Our Facebook Page